পল্লীসমাজ সেবা (আর,এস,এস) কার্যক্রম |
ক) পল্লীঅঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন খ) সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষেপ্রশিক্ষণ প্রদান গ) ৫ হাজার হতে ৫০০০ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান ঘ) লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধিকরণ |
পল্লীমাতৃকেন্দ্র (আর,এম,সি) কার্যক্রম |
ক) পল্লীঅঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন খ)সচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষক্ষ্য প্রশিক্ষণ প্রদান গ) ৫ হাজার হতে ৫০০০০ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান ঘ) লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধিকরণ |
এসিডদগ্ধ মহিলা ও প্রতিবন্ধীদের পুনর্বাসনকার্যক্রম |
৫ হাজার থেকে ৫০০০০ হাজার টাকা ক্ষুদ্রঋণ |
আশ্রয়ন/আবাসন কার্যক্রম |
ক) আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন খ) পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা প্রদান গ) সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষেপ্রশিক্ষণ প্রদান ঘ) ৫ হাজার হতে ৫০০০০ হাজার টাকা পর্যন্তক্ষুদ্রঋণ প্রদান ঙ) লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধিকরণ |
বয়স্ক ভাতা কার্যক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। |
অসচ্ছলপ্রতিবন্ধী ভাতা কার্যক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৮৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি সত্মরে বিভক্ত করে নিমণহারে উপবৃত্তি প্রদানঃ ক) প্রাথমিক সত্মর (১ম-৫ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৯০০ টাকা খ) মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ-১০ম শ্রেনী) জনপ্রতি মাসিক ৯৫০টাকা গ) উচ্চ মাধ্যমিক সত্মর (একাদশ ও দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক ৯৫০টাকা ঘ) উচ্চতর সত্মর (সণাতক ও সণাতকোত্তর) জনপ্রতি মাসিক ১৩০০টাকা |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম |
সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। এ জন্য নির্বাচিত মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক ২০০০০ টাকা হারে ভাতা প্রদান |
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম |
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদেরকে ভাতা প্রদান। এ জন্য নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাকে জনপ্রতি মাসিক ৫৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাসত্মবায়ন |
ক) মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাসিত্ম প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক ও সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্নশুদ্ধির ব্যবস্থা করা। খ) কারাবন্দি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান গ) টাস্কর্ফোস কমিটির সহায়তায় কারাগারে বন্দী শিশু কিশোরদেরকে মুক্ত করে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর।
|
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান |
ক) স্বেচ্ছাসেবী সমাজকল্যানমূলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান খ) ১৯৬১সালের স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/ বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন গ) নিবন্ধন প্রাপ্ত সংগঠনসমূহের কার্যক্রম তদারকি। |
বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান |
ক) ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন ও তাদের জন্য মাসিক ২০০০ টাকা হারে গ্রান্ট প্রদান। খ) আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান গ) পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষক্ষ্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ঘ) শিশু পরিপূর্ণ বিকাশে সহায়তা |
সমাজ কল্যান পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা |
ক) নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান খ) নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের জন্য ৫হাজার টাকা হতে ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১লক্ষটাকা অনুদান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস